জীবন বদলে দেওয়ার বই

Meditations by Marcus Aurelius

জীবনে কেউ যদি শুধুমাত্র একটি বই পড়তে চায়, তাহলে আমি তাকে মার্কাস অরেলিয়াসের "মেডিটেশন" বইটি পড়তে সাজেস্ট করবো। 

মার্কাস অরেলিয়াস শুধু একজন দার্শনিকই ছিলেন না, তিনি ছিলেন রোমান সাম্রাজ্যের একজন গ্রেট সম্রাট। এই বইটি আসলে মার্কাস অরেলিয়াসের ব্যক্তিগত জার্নাল। তিনি নিজের জন্য ডাইরিতে যেসব কথা লিখে রেখেছিলেন, পরে সে লেখাগুলোই বই আকারে প্রকাশিত হয়।

অরেলিয়াসের লেখায় এমন কিছু গভীর সত্য লুকিয়ে আছে যা আজকের যুগেও প্রাসঙ্গিক। যেমন, এখানে কয়েকটি উক্তি শেয়ার করলামঃ 

“যতক্ষণ আমার মনের উপর আমার নিয়ন্ত্রণ আছে, বাইরের কোনো কিছু আমাকে প্রভাবিত করতে পারবে না। বাইরের কোনো কিছু আমাকে ততটাই বেদনা দিতে পারবে যতটুকু আমি অনুমোদন করব। আমি যখনই বেদনা দেওয়ার অনুমোদন বন্ধ করব, আমার প্রতি অন্যায় করা হয়েছে যখনই আমি এমন ভাবনার সমাপ্তি ঘটাব, বেদনা শূন্যে মিলিয়ে যাবে।”

“বদলোকেরা দুষ্ট কাজ করবে না, এমন প্রত্যাশা করা আর আম গাছ থেকে আম ফলবে না এমন ভাবা একই। এটি যেন নিশ্চিত মনোভঙ্গের কারণ হবে জেনেও অসম্ভবকে চাওয়া।”

“প্রতিটি বিষয় ও বস্তু প্রকৃতিগত ভাবেই অনিত্য ও পরিবর্তনশীল। জীবন খুবই স্বল্পায়ুর, চোখের পলকে এটি শেষ হয়ে যায়। শীঘ্রই আমরা দেহত্যাগ করব, আমরা যেসব ব্যক্তির সমর্থন আর প্রশংসা পাওয়ার জন্য মুখিয়ে থাকি তারাও। আর তাই সস্তা খ্যাতি বা প্রশংসার খোঁজ আসলে অর্থহীন, এসবে কিছু্ই যায় আসে না!”

---

এরকম অসংখ্য সুন্দর সুন্দর উক্তি রয়েছে বইয়ের প্রতিটি পাতায় পাতায়। পড়ার সময় মনে হবে কথাগুলো শুধু আপনাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে।

এই মুহুর্তে আপনি যেমন পরিস্থিতিতেই থাকুন না কেন, বইটি আপনাকে মানসিকভাবে সাপোর্ট দিবে, একজন ভালো বন্ধুর মত। পড়তে পড়তে মনে হবে, যেন আপনার খুব কাছের কেউ আপনার সাথে কথা বলছে। 

এটি কোনো ধর্মগ্রন্থ নয়, তবে এটি বারবার পড়ার মত, সবসময় নিজের সঙ্গে রেখে দেওয়ার মত একটি বই। 

বইটির বাংলা অনুবাদ আপনি ইন্টারনেটে ফ্রিতেই পেয়ে যাবেন। জাস্ট গিভ ইট অ্যা ট্রাই। আশাকরি ভালো লাগবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url